হিসাবপাতি’তে দোকানের সেলসম্যান বা বিক্রেতা নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করতে বা অ্যাক্সেস করতে পারবেন:
- বিক্রেতা শুধুমাত্র বিক্রয়, বিক্রয় ফেরত, বাকি আদায় এই লেনদেনগুলো করার এবং এডিট করার অ্যাক্সেস পাবেন।
- বিক্রেতা পণ্য বিক্রি করার সময় ডিফল্টভাবে ক্রয়মূল্য দেখতে পাবেন না। তবে মালিক চাইলে অ্যাক্সেস দিতে পারেন।
- বিক্রেতা ডিফল্টভাবে বিক্রয় রিপোর্ট দেখতে পাবেন না। তবে মালিক চাইলে অ্যাক্সেস দিতে পারেন।