কাস্টমারকে বাকির মেসেজ কীভাবে পাঠাবো?

হিসাবপাতি’তে কাস্টমারের কাছে বাকির মেসেজ কিংবা বাকি প্রাপ্তির মেসেজ অটোমেটিক চলে যায়। তবে আপনি চাইলে এই অপশনটি সেটিংস এর লেনদেন সেটিংস-এ গিয়ে বন্ধ করেও রাখতে পারেন। আপনি চাইলে কোনো নির্দিষ্ট কাস্টমারকে আলাদা বাকির মেসেজ দিতে পারেন। এইজন্য আপনাকে মেন্যু থেকে বাকির হিসাব অপশনে গিয়ে বাকির মেসেজ পাঠাতে পারবেন।

মোবাইল অ্যাপ: মোবাইল অ্যাপে বাকির কাস্টমারের নামের পাশের ’থ্রি ডটস’ থেকে মেসেজ পাঠানোর বাটন পেয়ে যাবেন।

ওয়েব অ্যাপ: ওয়েব ভার্সনে বাকির কাস্টমারের নামের শেষে ‘অ্যাকশন’ অপশনে ট্যাপ করলেই মেসেজ পাঠানোর বাটন পেয়ে যাবেন।

মেসেজ শেষ হয়ে গেলে: ব্যবসার মেসেজ পাঠানোর সুবিধার্থে প্যাকেজের সাথে পাওয়া মেসেজ শেষ হয়ে গেলে আপনি হিসাবপাতি’র মেসেজ প্যাক কিনতে পারেন। এইজন্য মেন্যু থেকে ‘মেসেজ কিনি’ অপশন থেকে খুব সহজেই অল্প দামে মেসেজ কিনতে পারবেন!

অনুরূপ প্রশ্নাবলী