হিসাবপাতি’তে স্টক মূল্য বলতে পণ্যের টোটাল ক্রয়মূল্যকে বোঝায়, অর্থাৎ আপনার কাছে মোট যতো টাকার প্রোডাক্ট আছে সেটাই স্টক মূল্য।
স্টক মূল্য নির্ধারণ হয় যেভাবে:
- হিসাবপাতি অ্যাপের পণ্য অপশনে আপনি যখন আগের মজুদ অ্যাড করেন তখন সেই পণ্যের দামের টোটাল অ্যামাউন্ট স্টক মূল্য’তে অ্যাড হবে।
- হিসাবপাতি অ্যাপের ক্রয় করুন অপশন থেকে কোনো ক্রয় এন্ট্রি করা হলে সেই অ্যামাউন্টও স্টক মূল্যে যোগ হবে।
- কোনো পণ্য বিক্রি হলে সেটার মূল্য স্টক মূল্য থেকে বাদ যাবে।
অর্থাৎ আপনার মজুদ পণ্যের মোট ক্রয়মূল্যই হচ্ছে স্টকমূল্য।
আপনার কাছে মোট যতো টাকার প্রোডাক্ট আছে সেটাই স্টক মূল্য।