মোবাইলে ব্যবসার হিসাব রাখার অ্যাপ: হিসাবপাতি

HishabPati Mobile Accounting App for Business

মোবাইলে ব্যবসার হিসাব রাখার সহজ একটি অ্যাপ আপনার ব্যবসা পরিচালনার জটিলতা ৫০-৭০ ভাগ কমিয়ে ফেলতে পারে! বিশ্বাস হচ্ছে কিনা, সেটা জানতেও চাইবো না! কারণ, ডিজিটাল যুগে সবকিছুতেই যখন প্রযুক্তির ছোঁয়া, তখন ব্যবসার দৈনিক হিসাবনিকাশ ও ব্যবসার আয় ব্যয়ের হিসাব পরিচালনায় প্রযুক্তির ব্যবহার হবে এবং হচ্ছে সেটা কে না জানে? আর অধুনা মানুষের প্রতিদিনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে স্মার্টফোন বা মোবাইল। সেই স্মার্টফোন বা মোবাইলে ব্যবসা পরিচালনার কাজটি করতে চাওয়া এখন ব্যবসায়ীদের জন্য খুবই স্বাভাবিক।

মোবাইলে ব্যবসা পরিচালনা বা মোবাইল অ্যাপ এর মাধ্যমে ব্যবসার আয় ব্যয়ের হিসাব রাখায় অভ্যস্ত হওয়া এখন সময়ের দাবি। সারা বিশ্বে এখন হিসাবরক্ষণের জন্য মোবাইল অ্যাপ এর ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও ব্যবসার হিসাব রাখতে বিভিন্ন মোবাইল অ্যাপ বা হিসাবরক্ষণ সফটওয়্যারের ব্যবহার দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে নতুন উদ্যোক্তা, নতুন স্টার্টআপ এবং ছোট ব্যবসার ক্ষেত্রে মোবাইলে ব্যবসা পরিচালনার জন্য মোবাইল অ্যাপ এর ব্যবহার দিন দিন বাড়ছে। তাদের কাছে মোবাইলে ব্যবসা চালানোর জন্য সহজ একটি মোবাইল অ্যাপ এখন জরুরি প্রয়োজন। তাই মোবাইলে ব্যবসার হিসাব রাখার অ্যাপ কেন প্রয়োজন, সেটা আমাদের আর না ভাবলেও চলবে! 

ব্লগে যা থাকছে-

হিসাব রাখার মোবাইল অ্যাপ ব্যবসা পরিচালনার ধারণা পাল্টে দিচ্ছে!

মোবাইল এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যেটা মানুষের প্রতি দিনের প্রতিটি কাজের সাথে জড়িয়ে আছে। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসা পরিচালনা, ব্যবসার দৈনিক হিসাবনিকাশ, আর্থিক লেনদেন এবং ব্যবসার আয় ব্যয়ের হিসাব ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে মোবাইল এখন অপরিহার্য টেকনোলজি। হিসাব রাখার মোবাইল অ্যাপও তাই ব্যবসা পরিচালনার অন্যতম প্রধান সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত!

যোগাযোগের শুরু থেকে আজকের মোবাইল অ্যাপ:

পায়ে হেঁটে যোগাযোগ করা থেকে শুরু হয়েছে মানুষের যাত্রা। সেখান থেকে আজকের এই তারহীন আধুনিক ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থায় আসতে যে ইলেক্ট্রনিক যন্ত্র বা ডিভাইস সবচেয়ে বেশি প্রভাব রেখেছে, সেটা নিঃসন্দেহে মোবাইল ফোন! এই প্রযুক্তির ব্যবহার যেমন পৃথিবীর প্রতিটি কোনে ঝড়ের বেগে পৌঁছে গেছে, তেমনি এর বহুমাত্রিক ব্যবহারও প্রতি মুহূর্তে উন্নত হচ্ছে। তাই কোনো সেবা বা সার্ভিস যখন মোবাইল ফোনকে কেন্দ্র করে গড়ে ওঠে বা তৈরি হয়, তখন তার প্রভাবও ঝড়ের বেগে এর ব্যবহারকারীদের কাছে পৌঁছে যায়। আজকের এই হিসাব রাখার মোবাইল অ্যাপ বা সফটওয়্যার তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে।

ব্যবসার হিসাব রাখার মোবাইল অ্যাপ ব্যবসায়ীদের জন্য আশীর্বাদ:

ডিজিটাল এই যুগে আধুনিক ব্যবসা মানেই বিভিন্ন অ্যাকাউন্টিং টুলের ব্যবহার। খাতা কলমে লিখে টালিখাতার যুগের প্রায় অবসান হয়েছে বহু আগে। তারপর কম্পিউটার বা ল্যাপটপে ব্যবসার হিসাব, ক্লাউডভিত্তিক কোনো স্প্রেডশিটে ব্যবসার হিসাব সংরক্ষণ করা শুরু হয় এবং এগুলো এখনও জনপ্রিয়। কিন্তু ব্যবসা পরিচালনা এবং ব্যবসার দৈনিক হিসাবনিকাশ রাখতে ব্যবসার হিসাব রাখার অ্যাপ একটি প্রয়োজনীয় এবং সময়োপযোগী সংযোজন। আর হিসাব রাখার মোবাইল অ্যাপ সেই সংযোজনের সহজলভ্যতা এবং সর্বস্তরের ব্যবাসায়ীদের কাছে এর গ্রহণযোগ্যতা বহুগুণে বাড়িয়েছে।

মোবাইলে ব্যবসার হিসাব রাখার সুবিধাগুলো কী কী?

ব্যবসার হিসাব রাখা বা হিসাবরক্ষণের গুরুত্ব ও সুবিধা আমরা কম বেশি সকলেই জানি। সকলেই কোন না কোন মাধ্যমে ব্যবসার হিসাব রাখার চেষ্টা করি। এগুলোর মধ্যে বিভিন্ন একাউন্টিং টুলের ব্যবহার যেমন কাজের, তেমনি অত্যন্ত জনপ্রিয়। একাউন্টিং টুলগুলোর মধ্যে হিসাবরক্ষণ সফটওয়্যার বা অ্যাপের ব্যবহার সবচেয়ে বেশি। ব্যবসার দৈনিক লেনদেনের হিসাবনিকাশ এবং ব্যবসার আয় ব্যয়ের হিসাব রাখার মোবাইল অ্যাপ ব্যবহারের সুবিধাগুলো কী কী সেটা জেনে নেই সবার আগে।

যেকোন সময় যেকোন জায়গায় ব্যবসার হিসাব রাখার সুবিধা:

মোবাইলে ব্যবসার হিসাব রাখার প্রধান সুবিধাই হলো, যেকোন সময় যেকোন জায়গা থেকে ব্যবসার হিসাব আপডেট করা যায়। আপনি বাসায়, দোকানে কিংবা বাহিরে কোথাও থাকলেও ব্যবসার হিসাব রাখাতে কোন ঝামেলা নেই। টাইম-টু-টাইম ব্যবসার যেকোনো লেনদেন, দৈনিক হিসাবনিকাশ এবং ব্যবসার আয় ব্যয়ের হিসাব মোবাইল অ্যাপেই রাখুন। মোবাইলে ব্যবসার হিসাব রাখার সবচেয়ে বড় সুবিধা এটি।

তাৎক্ষণিক বা রিয়েল টাইম ব্যবসার হিসাব আপডেট:

আপনি একদিকে মোবাইলে ব্যবসার হিসাব রাখছেন, আবার ক্লাউড সার্ভারেও সেটা সেভ হতে হবে। কারণ, ব্যবসার সকল ধরনের লেনদেনের ডেটা সার্ভারে সংরক্ষিত হয়। ব্যবসার হিসাব রাখার মোবাইল অ্যাপগুলোতে ডেটা সিঙ্ক এর সুবিধা থাকে। ফলে যেকোনো লেনদেন হওয়ার সাথে সাথেই সেটা তাৎক্ষণিক বা রিয়েল টাইম আপডেট হয়ে যায়।

মোবাইলে ব্যবসার হিসাব রাখা খুবই সহজ

ব্যবসার হিসাব রাখার অন্যান্য যতো পদ্ধতি বা মাধ্যম আছে তাদের মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হলো ব্যবসার হিসাব রাখার মোবাইল অ্যাপ ব্যবহার করা। ব্যবসার আয় ব্যয়ের হিসাব রাখতে এবং প্রতিদিনের আর্থিক লেনদেনের হিসাবনিকাশ রাখতে মোবাইল অ্যাপগুলো বিশেষভাবে ডিজাইন করা। এছাড়া ব্যবহারকারী ভেদেও মোবাইল অ্যাপগুলো তৈরি করা হয়। যেমন- বড়, মাঝারি ও ছোট ব্যবসার হিসাব রাখার জন্য পূর্ণাঙ্গ একটি মোবাইল অ্যাপ হিসাবপাতি।

সময় বাঁচাতে মোবাইলে ব্যবসার হিসাব:

আপনার ব্যবসা পরিচালনার সময় বাঁচানোর জন্য মোবাইলে ব্যবসার হিসাব রাখা জরুরি। খাতা কলম আর টাইপিং এর ঝামেলা থেকে রক্ষা পেতে বেছে নিতে হবে মোবাইলে ব্যবসা চালানোর সহজ একটি অ্যাপ। যে মোবাইল অ্যাপে কয়েকটি ক্লিক বা ট্যাপেই ব্যবসার হিসাবনিকাশ আপডেট হয়ে যাবে।

মোবাইলে ব্যবসার হিসাব নির্ভুল থাকে:

ব্যবসার হিসাব নির্ভুল রাখতে হিসাবরক্ষণ অ্যাপের ব্যবহার জরুরি। কারণ ম্যানুয়াল হিসাবে অনেক অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যায়। যেটার সম্ভাবনা হিসাব রাখার মোবাইল অ্যাপে প্রায় হবেই না।

ডেটা সিকিউরিটি বা নিরাপত্তা:

ব্যবসার আর্থিক লেনদেনের দৈনিক হিসাবনিকাশ এবং ব্যবসার আয় ব্যয়ের হিসাব যেখানে রাখবেন সেখানে ডেটাগুলো নিরাপদ কিনা সেটা একটা বড় প্রশ্ন। হিসাবরক্ষণ অ্যাপ বা হিসাব রাখার মোবাইল অ্যাপগুলোতে আপনার ব্যবসার ডেটা নিরাপদ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ, আপনার সকল ডেটা ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে।

মোবাইলে ব্যবসা চালানোর সহজ অ্যাপ ‘হিসাবপাতি’?

বাংলাদেশে বড়, মাঝারি ও ছোট ব্যবসার হিসাব রাখার জন্য বেশ কিছু মোবাইল অ্যাপ আছে। তবে মোবাইলে ব্যবসা চালানোর সহজ অ্যাপ ‘হিসাবপাতি’! হিসাবপাতি অ্যাপটি বাংলাদেশের সকল শ্রেণির ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে যারা মোবাইলে ব্যবসার হিসাব রাখতে চান তাদের জন্য হিসাবপাত’র মোবাইল অ্যাপ সেরা অপশন।

মোবাইলে ব্যবসার হিসাব রাখার জন্য হিসাবপাতি কেন সেরা?

আধুনিক ব্যবসার সকল সার্ভিস একটি অ্যাপে পেতে চাইলে হিসাবপাতি আপনার জন্য বেস্ট অপশন। কারণ-
ব্যবসার ‍হিসাব রাখার মোবাইল অ্যাপ হিসেবে হিসাবপাতি’র ব্যবহারবিধি খুবই সহজ ও সাবলীল।
বাংলাদেশে ব্যবসার হিসাব রাখার মোবাইল অ্যাপগুলোর মধ্যে হিসাবপাতি অ্যাপ খরচের দিক থেকে সবচেয়ে সাশ্রয়ী।
হিসাব রাখার মোবাইল অ্যাপ ‘হিসাবপাতি’ ব্যবসা পরিচালনার আধুনিক সকল সুবিধা বা সার্ভিসগুলো প্রদান করে।

এক নজরে হিসাবপাতি মোবাইল অ্যাপের কিছু ফিচার

মোবাইলে ব্যবসার হিসাব রাখা কিংবা মোবাইলে ব্যবসা পরিচালনা, দুটোর জন্যই হিসাবপাতি’তে আছে সময়োপযোগী সকল সার্ভিস। যেমন-

সহজ ও সেরা ইনভয়েস মেকার:

হিসাবপাতি’র মোবাইল অ্যাপে আছে সহজ ও সেরা ইনভয়েস মেকার। ব্যবসার চালান বা বিল জেনারেট করতে হিসাবপাতি’তে খরচও অনেক কম। এছাড়া আছে বিভিন্ন কালার ও টেমপ্লেট থেকে কাস্টমাইজড ইনভয়েস জেনারেট করার সুবিধা।

অফলাইনে ব্যবসার হিসাব রাখা:

অফলাইনে ব্যবসার হিসাব রাখার সেরা অ্যাপ হিসাবপাতি। হিসাবপাতি’তে অনলাইন এবং অফলাইন দুই মোডেই ব্যবসার হিসাব রাখা যায়। তাই সাময়িকভাবে ইন্টারনেট না থাকলেও মোবাইলে ব্যবসার হিসাব আপডেট করা যায়। পরে ডিভাইসটি ইন্টারনেট এর আওতায় আসলেই ডেটা সিঙ্ক করে সকল তথ্য সার্ভারে সেভ হয়ে যায়।

ব্যবসার ব্যয় পরিচালনা করা:

হিসাব রাখার অ্যাপগুলোতে ব্যবসার ব্যয় পরিচালনার জন্য আলাদা আপশন থাকে। যেমন- হিসাবপাতি অ্যাপে ব্যবসার দৈনিক হিসাবনিকাশ এর পাশাপাশি ব্যবসার ব্যয় পরিচালনার জন্য আছে আলাদা একটি ফিচার। ফলে ব্যবসার আয় ব্যয়ের হিসাব একটি একক মোবাইল অ্যাপেই রাখা যায়। মোবাইলে ব্যবসার হিসাব রেখে ব্যবসা চালানোর জন্য হিসাবপাতি অ্যাপটি সহজ ও সেরা অপশন।

বাকি বকেয়ার হিসাব এবং মেসেজ দেয়ার সুবিধা:

হিসাবপাতি অ্যাপে বাকি বকেয়ার হিসাব রাখা যায় এবং বকেয়া বাকির মেসেজ পাঠানো যায়। চাইলেই আপনি মেসেজ বন্ধ করতে পারবেন। আর বাকি বকেয়ার হিসাব এবং মেসেজ পাঠানোর পুরোটাই আপনি হিসাব রাখার মোবাইল অ্যাপ হিসাবপাতি’র মাধ্যমে করতে পারবেন।

হিসাবপাতি’র অটো সিঙ্ক হিসাব নির্ভুল রাখার সহজ উপায়:

অনেক সময় ব্যবসায়ীদেরকে মোবাইলে ব্যবসার হিসাব রাখতে হয়, আবার কম্পিউটারে বা ল্যাপটপের ওয়েব অ্যাপেও ব্যবসার হিসাব রাখতে হয়। এই ক্ষেত্রে দুটি জায়গায় ডেটার অভিন্নতা বজায় রাখে হিসাবপাতি’র অটো সিঙ্ক। মোবাইলে ব্যবসার হিসাব আপডেট হোক আর ওয়েব অ্যাপে, ডেটা সিঙ্ক করে ঠিকই সার্ভারে সেভ হয়ে যাবে। হিসাবপাতি’র অটো সিঙ্ক এর ব্যবহারকারীদের অফলাইনেও ব্যবসার হিসাব রাখার সুবিধা দেয়।

নতুন উদ্যোক্তা এবং নতুন স্টার্টআপ এর জন্য হিসাবপাতি

বাংলাদেশের নতুন উদ্যোক্তা এবং নতুন স্টার্টআপ এর হিসাবরক্ষণের জন্য হিসাবপাতি অ্যাপটি একটি পূর্ণাঙ্গ সমাধান হতে পারে। উদ্যোক্তাদের ব্যবসা শুরুর দিকে ছোট ছোট ভুল সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলতে পারে। তাই প্রথম থেকেই ব্যবসার হিসাব রাখার ব্যাপারে সাবধান থাকা জরুরি। আর নতুন উদ্যোক্তাদের স্টার্টআপ এর জন্য এই কাজটি সহজ করে দিতে পারে হিসাব রাখার মোবাইল অ্যাপ হিসাব-পাতি। কারণ-

  • নতুন উদ্যোক্তা এবং নতুন স্টার্টআপ এর জন্য হিসাব-পাতি অ্যাপে মোবাইলে ব্যবসা পরিচালনার সকল সুবিধা আছে।
  • হিসাবপাতি অ্যাপটি মোবাইল এবং ওয়েব দুটো ভার্সনেই পাওয়া যায়।
  • মোবাইলে ব্যবসার হিসাব রাখার জন্য হিসাবপাতি অ্যাপে আছে অনলাইন এবং অফলাইন মোড।
  • হিসাবপাতি’তে ব্যবসার আয় ব্যয়ের হিসাব এর সাথে বিভিন্ন বিজনেস রিপোর্ট দেখার সুবিধা আছে।
  • হিসাবপাতি’র মতো মোবাইলে ব্যবসা চালানোর সহজ অ্যাপ নতুন উদ্যোক্তাদের সময় বাঁচাতে পারে।
  • তরুণ উদ্যোক্তাদের জন্য মোবাইলে ব্যবসার হিসাব রাখা বেশি সুবিধার, কারণ তারা মোবাইল এবং মোবাইল অ্যাপ ব্যবহারে বেশি অভ্যস্ত।
  • নতুন উদ্যোক্তা এবং নতুন স্টার্টআপ এর জন্য ডেটা সিঙ্ক করে লেনদেনের হিসাব আপডেট হয়ে যাওয়াটা জরুরি। হিসাবপাতি অ্যাপে এই সুবিধা পাওয়া যাবে।
  • হিসাব-পাতি মোবাইল অ্যাপে যেকোনো লেনদেন এবং পার্টির বিস্তারিত তথ্য সংরক্ষণ করার সুবিধা আছে।
  • হিসাবপাতি অ্যাপে অনলাইন ব্যবসায়ীদের জন্য ডেলিভারি চার্জ যুক্ত করার অপশন আছে।

এসব কারণে নতুন উদ্যোক্তা, নতুন স্টার্টআপ এবং ছোট ব্যবসার হিসাব রাখতে ‘হিসাবপাতি’ মোবাইল অ্যাপটি একটি পূর্ণাঙ্গ সমাধান হতে পারে।

মোবাইলে ব্যবসার হিসাব রাখার জন্য ‘হিসাবপাতি’ কতটা সাশ্রয়ী?

হিসাবপাতি অ্যাপটির সাবস্ক্রিপশন ফি বা খরচ নতুন উদ্যোক্তা এবং ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে। তাই মোবাইলে ব্যবসার হিসাব রাখার যতো অ্যাপ আছে তাদের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী হিসাবপাতি। বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী হিসাব রাখার অ্যাপ! হিসাবপাতি’র সাবস্ক্রিপশন ফি মাসিক ও বাৎসরিক দুটি মেয়াদে এবং তিনটি সুলভ প্যাকেজে ভাগ করে নির্ধারণ করা হয়েছে।

হিসাবপাতি’র মাসিক খরচ মাত্র ৯৯ টাকা থেকে শুরু!

  • বেসিক প্যাকেজ: বেসিক প্যাকেজটি সম্পূর্ণ ফ্রি!
  • প্রিমিয়াম প্যাকেজ: প্রিমিয়াম প্যাকেজের মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ৯৯ টাকা। এবং বাৎসরিক সাবস্ক্রিপশনে আছে ১৭% ডিসকাউন্ট! এতে এক বছরে খরচ পড়বে মাত্র ৯৯৯ টাকা!
  • বিজনেস প্যাকেজ: বিজনেস প্যাকেজর মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ১৯৯ টাকা! এবং বাৎসরিক সাবস্ক্রিপশনে প্রিমিয়ামের মতোই আছে ১৭% ডিসকাউন্ট! তাই এক বছরে খরচ পড়ছে মাত্র ১৯৯০ টাকা!

হিসাবপাতি অ্যাপের সকল প্যাকেজের ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে আজই বেছে নিন আপনার পছন্দের প্যাকেজটি! মোবাইলে ব্যবসার হিসাব, দৈনিক লেনদেনের হিসাবনিকাশ, ব্যবসার আয় ব্যয়ের হিসাব সহ মোবাইলে ব্যবসা পরিচালনার জন্য বেছে নিন সহজ ও সাশ্রয়ী হিসাবরক্ষণ অ্যাপ হিসাবপাতি।

Search
সাম্প্রতিক পোস্টসমূহ
আজই আমাদের অ্যাপ ডাউনলোড করুন
অনলাইন বা অফলাইনে যেকোন জায়গা থেকে সহজেই আপনার দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন পরিচালনা করুন।