দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রি! নিশ্চয়ই ভাবছেন, দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করা কীভাবে সম্ভব? একটু সহজ করে ভাবলে, এটা সম্ভব! দেশের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হিসাব রাখার অ্যাপ হিসাবপাতি’তে আপনি দোকানের বেসিক সকল হিসাব ফ্রিতেই রাখতে পারবেন। মানে, একটি দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতেও ব্যবহার করা যায়।
তবে আপনার ব্যবসা পরিচালনার বেসিক কাজগুলো আপনি ফ্রিতে সারতে পারলেও, এটা দীর্ঘমেয়াদী সমাধান নয়। ব্যবসা পরিচালনার সকল কাজ নির্বিঘ্নে করার জন্য একটা সময় আপনাকে পেইড প্যাকেজের সাবস্ক্রিপশন কিনতে হবে। এছাড়া কিছু বিশেষ ফিচার ব্যবহার করতে হলেও পেইড প্যাকেজ নিতে হবে। তবে সেদিক থেকেও হিসাবপাতি অ্যাপটি দেশের সবচেয়ে সাশ্রয়ী সমাধান দিচ্ছে।
আজকে আমরা দোকানের হিসাব রাখার সফটওয়্যার হিসেবে হিসাবপাতি অ্যাপটিতে ফ্রিতে কী কী কাজ করা যাবে সেগুলো দেখবো। সাথে হিসাবপাতি অ্যাপের অন্যান্য প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেবো।
ব্লগে যা থাকছে-
যেভাবে দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রি?
দৈনিক আয় ব্যয়ের হিসাব রাখার অ্যাপ হিসাবপাতি’তে দুটি মেয়াদে মোট তিনটি প্যাকেজ রাখা হয়েছে। তিনটি প্যাকেজের মধ্যে বেসিক প্যাকেজটি সম্পূর্ণ ফ্রি! চলুন দেখি এই প্যাকেজের আওতায় আপনি কী কী কাজ করতে পারবেন?
আনলিমিটেড পণ্য যুক্ত করা:
হিসাবপাতি’র বেসিক প্যাকেজে আপনি মুদিখানার দোকানের আনলিমিটেড পণ্য যোগ করতে বা অ্যাড করতে পারবেন। মুদি দোকান ব্যবসার জন্য অত্যন্ত জরুরি একটি ফিচার আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। তাহলে এখন থেকে মুদি দোকানের পণ্যের তালিকা মোবাইল অ্যাপে আপডেট রাখুন!
আনলিমিটেড পার্টি যুক্ত করা:
সাপ্লাইয়ার এবং কাস্টমারদের বিস্তারিত তথ্য, দেনা-পাওনার হিসাব এবং লাভ-ক্ষতির সকল ডেটা থাকবে আপনার হাতের মুঠোয়! হিসাবপাতি’র পার্টি ফিচার আপনার ব্যবসা পরিচালনার কাজকে করবে আরো সহজ। আনলিমিটেড পার্টি অ্যাড করার সুবিধাটিও পেয়ে যাচ্ছেন ফ্রিতে!
ব্যবসার খরচ বা ব্যয় পরিচালনা করা:
ব্যবসার ব্যয় বা খরচের হিসাব ফ্রিতে রাখা যাবে। হিসাবপাতি’র ব্যয় পরিচালনার ফিচার আপনার ব্যবসায়িক খরচের হিসাবের গতিবিধি বুঝতে সাহায্য করবে। এতে করে খরচের উপর আপনার নিয়ন্ত্রণ রাখা হবে আরো সহজ।
যেকোন লেনদেন পরিচালনা করা:
হিসাবপাতি’র বেসিক প্যাকেজে যেকোন লেনদেন বা ট্রানজেকশন করা একদম ফ্রি। সকল প্রকারের ক্রয়-বিক্রয় করুন ফ্রিতে করা যাবে।
অফলাইন মোড:
দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করেও এই ইউনিক ফিচারটি উপভোগ করা খুবই অসাধারণ একটি ব্যাপার! হিসাবপাতি’র অফলাইন মোড মোবাইলে হিসাব রাখার সফটওয়্যার এর জন্য একটি চমৎকার ফিচার। এই ফিচারটিও আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন!
একাধিক ডিভাইসে সিঙ্ক সুবিধা:
মোবাইল কিংবা ল্যাপটপে ওয়েব ও মোবাইল অ্যাপের মাধ্যমে যারা হিসাবপাতি অ্যাপটি চালান তাদের জন্য সিঙ্ক একটি জরুরি ফিচার। একাধিক ডিভাইসে ডেটা সিঙ্ক হয়ে যায় অটোমেটিক। এক ফিচারটিও ফ্রিতে ব্যবহার করা যাবে।
হিসাবপাতি এসএমএস:
হিসাবপাতি’র বেসিক প্যাকেজে আপনি ২০ টি এসএমএস ফ্রিতে পাবেন।
হিসাবপাতি রিপোর্টস:
হিসাবপাতি’র বেসিক প্যাকেজে ফ্রিতে রিপোর্টস দেখা যাবে সীমিত আকারে। আপনি ব্যবসার ক্রয়, বিক্রয় এবং ব্যয় এর রিপোর্টগুলো দেখতে পাবেন। সবগুলো রিপোর্ট দেখতে চাইলে মাত্র ৯৯ টাকায় প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে।
ইনভয়েসিং সুবিধা:
এই সুবিধাটিও সীমিত আকারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বেসিক প্যাকেজে থাকলে আপনার ইনভয়েসে জলছাপ থাকবে। জলছাপ ছাড়া ইনভয়েস চাইলে মাত্র ৯৯ টাকায় পেইড প্যাকেজ কিনতে হবে।
ইনভেন্টরি ব্যবস্থাপনা সুবিধা:
ইনভেন্টরি ম্যানেজমেন্ট সুবিধাটিও আপনি প্রথম তিন মাস ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এর পরে পেইড প্যাকেজের সাবস্ক্রিপশন কিনতে হবে।
ডেলিভারি চার্জ অ্যাড সুবিধা:
ব্যবসায় পণ্যের ডেলিভারি চার্জ যুক্ত করার সুবিধা থাকা এখন খুবই জরুরি। হিসাবপাতি’র বেসিক প্যাকেজে প্রথম তিন মাস আপনি ফ্রিতেই ডেলিভারি চার্জ যুক্ত করার সুবিধা পাবেন। এরপরে আপনাকে পেইড প্যাকেজের আওতায় আসতে হবে।
দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করলে এই ফিচারগুলো আপনি আংশিক বা পূর্ণাঙ্গভাবে ফ্রিতে পেয়ে যাবেন। তবে নিচের এই তিনটি জরুরি ফিচার পেতে আপনাকে পেইড প্যাকেজের সাবস্ক্রিপশন কিনতে হবে।
- থার্মাল প্রিন্টিং
- একাধিক ইউজার সাপোর্ট
- একাধিক ব্যবসা সাপোর্ট
একনজরে হিসাবপাতি’র প্যাকেজগুলোর বিস্তারিত জেনে নিন
হিসাবপাতি অ্যাপটির সাবস্ক্রিপশন ফি ছোট ব্যবসায়ীদের সামর্থের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে। হিসাবপাতি’র সাবস্ক্রিপশন ফি মাসিক ও বাৎসরিক দুটি মেয়াদে এবং তিনটি সুলভ প্যাকেজে ভাগ করে নির্ধারণ করা হয়েছে।
বেসিক প্যাকেজ:
বেসিক প্যাকেজটি সম্পূর্ণ ফ্রি!
যারা মোবাইলে ফ্রি অ্যাকাউন্টিং অ্যাপ চালাতে চাইছেন তাদের জন্য সেরা সমাধান।
ব্যবসার মৌলিক হিসাবরক্ষণের সকল কাজ পরিচালনা করতে পারবেন।
প্রিমিয়াম প্যাকেজ:
মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ৯৯ টাকা।
বাৎসরিক সাবস্ক্রিপশনে আছে ১৭% ডিসকাউন্ট, ফলে বছরে খরচ পড়বে মাত্র ৯৯৯ টাকা!
যারা দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করছেন, তাদের জন্য অল্প দামে সেরা সমাধান।
পেশাদার হিসাবরক্ষণের জন্যও উন্নত ফিচার পাওয়া যাবে এই প্যাকেজে।
বিজনেস প্যাকেজ:
বিজনেস প্যাকেজর মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ১৯৯ টাকা!
বাৎসরিক সাবস্ক্রিপশনে প্রিমিয়ামের মতোই আছে ১৭% ডিসকাউন্ট! তাই এক বছরে খরচ পড়ছে মাত্র ১৯৯০ টাকা!
যাদের ব্যবসা অনুযায়ী একটু বিশেষায়িত ফিচার প্রয়োজন তাদের জন্য বিজনেস প্যাকেজ ভালো।
বড় ও মাঝারি ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি সাশ্রয়ী সমাধান।
তাহলে তো দেখাই যাচ্ছে, হিসাবপাতি’র সাবস্ক্রিপশন ফি মাত্র ৯৯ টাকা থেকে শুরু। এ কারণেই হিসাবপাতি অ্যাপটিকে দেশের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হিসাব রাখার সফটওয়্যার বলা হচ্ছে। হিসাবপাতি অ্যাপের সকল প্যাকেজের ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে আজই বেছে নিন আপনার পছন্দের প্যাকেজটি!
মুদি দোকান ব্যবসায় সময় ও সামর্থ অনুযায়ী বিনিয়োগ করুন
যেকোনো ব্যবসা ছোট থেকে বড় করার পথে অনেক সিদ্ধান্ত বুঝেশুনে নিতে হয়। একজন সাধারণ ছোট ব্যবসায়ী বিনিয়োগ করার সময় ও সামর্থ দুটোই চিন্তা করে সিন্ধান্ত নেন। ছোট ব্যবসায়ীদের এই সময় ও সামর্থের কথা মাথায় রেখেই দোকানের হিসাব রাখার সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করার সুবিধা থাকাটা জরুরি। তাই হিসাবপাতি অ্যাপটির বেসিক প্যাকেজটি আপনি প্রথমে ফ্রিতে ব্যবহার করে দেখুন। তারপর অ্যাপটিকে ভালো মনে করলে আপনার ব্যবসার ধরন ও সামর্থ অনুযায়ী মাসিক বা বাৎসরিক প্যাকেজের সাবস্ক্রিপশন কিনুন।