এ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য শ্রেষ্ঠ মোবাইল হিসাবরক্ষণ অ্যাপ

এন্ড্রোয়েড এবং আইফোনের জন্য সেরা মোবাইল হিসাবরক্ষণ অ্যাপ

আপনি যে ধরনের ব্যবসাই করুন না কেনো, আপনাকে আপনার হিসাবগুলো যথাযথভাবে রাখতে হবে। আগেকার দিনে, মানুষ ব্যবসার হিসাবগুলো নোটবই বা খাতায় লিখে রাখতো। বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে, মানুষ এই হিসাবরক্ষণের কাজগুলো কম্পিউটারে স্প্রেডশীটে করা শুরু করে। মোবাইল হিসাবরক্ষণ অ্যাপগুলো আরও অগ্রগামী বিজ্ঞান এবং প্রযুক্তির ফলাফল যা হিসাবরক্ষণের কাজগুলোকে সহজতর এবং দ্রুততর করেছে। 

আপনি কি এমনই কোনো এক ধরনের অ্যাপ আপনার ব্যবসার জন্য ব্যবহারের কথা ভাবছেন? তবে, অনুগ্রহ করে এই আর্টিকেলটি পড়ুন কারণ আমরা এখানে এ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য শ্রেষ্ঠ মোবাইল হিসাবরক্ষণ অ্যাপগুলো নিয়ে আলোচনা করবো।

মোবাইল হিসাবরক্ষণ অ্যাপগুলো কি?

মোবাইল হিসাবরক্ষণ অ্যাপগুলো আপনার ব্যবসার সব হিসাবগুলোকে এক জায়গায় রাখতে সাহায্য করে। আপনি সহজেই আপনার ব্যবসার সব হিসাবগুলোর খোঁজ রাখতে পারেন, এবং আপনার সব নগদ প্রবাহ, খরচ, প্রাপ্য হিসাব, পরিশোধযোগ্য হিসাব এবং আরও অনেক কিছুর খবর রাখতে পারেন শুধু কয়েকটি ক্লিকের মাধ্যমে যেকোন জায়গা থেকে, যেকোন সময়। আপনাকে হিসাবগুলো লিখে রাখার জন্য কোন নোটবই বা খাতা রাখতে হবে না, এবং নোটবই বা খাতাটি হারিয়ে গেলে কোন হিসাব হারিয়ে যাওয়ার ভয়ও নেই। সাধারণত, এগুলো আপনার ব্যবসার হিসাবরক্ষণের রেকর্ডের পোর্টাল যা ক্লাউডে সংরক্ষিত থাকে, যেখানে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে দূরে থাকাকালীন আপনার স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে প্রবেশ করতে পারেন।

আপনি এগুলোর মধ্যে কিছু অ্যাপ এ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ধরনের ডিভাইসেই ব্যবহার করতে পারেন, যেখানে অন্যান্য অ্যাপগুলো আপনি যেকোন এক ধরনের ডিভাইসেই ব্যবহার করতে পারেন। আবার, এই হিসাবরক্ষণ সফ্টওয়্যারগুলোর কিছু শুধুমাত্র অনলাইন মোডেই ব্যবহার করা যায়, এবং আরও কিছু অ্যাপ আছে যা আপনি অনলাইন এবং অফলাইন উভয় মোডেই ব্যবহার করতে পারবেন যেমন হিসাবপাতি। 

চলুন, এই মোবাইল হিসাবরক্ষণ অ্যাপগুলোর আরও কিছু বৈশিষ্ট্য জেনে নেয়া যাক। 

মোবাইল হিসাবরক্ষণ অ্যাপের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য

শীর্ষ মোবাইল হিসাবরক্ষণ অ্যাপগুলো টাইমশীট ওয়ার্কফ্লো-এর মাধ্যমে দক্ষ আর্থিক এবং প্রকল্প ব্যবস্থাপনা নিশ্চিত করে। শ্রেষ্ঠ মোবাইল হিসাবরক্ষণ অ্যাপগুলো আপনাকে খরচের খোঁজ রাখা এবং একাধিক মুদ্রায় ইনভয়েসিং ছাড়াও নিচের কাজগুলো করতে সাহায্য করবে।

প্রাপ্য হিসাব:

মোবাইল হিসাবরক্ষণ অ্যাপগুলো প্রাপ্য হিসাব-সংক্রান্ত তথ্যগুলো দেয় যাতে আপনি আপনার সব প্রাপ্য হিসাবগুলো সম্পর্কে একটি ধারণা পেতে পারেন। এই হিসাবরক্ষণ সফটওয়্যারটি আপনি এই পর্যন্ত যে পেমেন্টগুলো পেয়েছেন এবং যেগুলো এখনও পাননি সেগুলো পর্যবেক্ষণ করার জন্য নিয়মিত প্রতিবেদন তৈরি করে ।

ইনভয়েসিং:

আপনার ব্যবসার জন্য ইনভয়েস তৈরি করাটা বেশ গুরুত্বপূর্ণ যদি আপনি চান যে আপনার ব্যবসাটি যে পণ্য এবং সেবাগুলো বিক্রি করেছে তার জন্য মূল্য লাভ করুক। আপনার দৈনিক হিসাবরক্ষণ অ্যাপগুলো ইনভয়েস তৈরির কাজটিকে করে সহজ এবং দ্রুত, এবং আপনার কোম্পানিটি যেন প্রদত্ত সেবা এবং বিক্রিত পণ্যগুলোর জন্য মূল্য সময় মতো পায় তা নিশ্চিত করে।

নগদ প্রবাহ ব্যবস্থাপনা:

কেনা বা বিনামূল্যই হোক, হিসাবরক্ষণ অ্যাপগুলো নগদ প্রবাহ ব্যবস্থাপনার জন্য শক্তিশালী ড্যাশবোর্ড সহযোগিতা দেয়। এই ড্যাশবোর্ডগুলো আপনাকে আপনার নগদ প্রবাহ, ব্যবসায়িক ব্যয়গুলো এবং ব্যাংক ব্যালেন্স দেখতে দেয়।

ব্যাংক সমন্বয়সাধন:

এই বিনামূল্য বা কেনা হিসাবরক্ষণ অ্যাপগুলো আপনাকে ব্যাংক সমন্বয়সাধনে সাহায্য করে, যা সাধারণত দীর্ঘ এবং ক্লান্তিকর একটি কাজ। এই অ্যাপগুলো গ্রাহকের ব্যাংক হিসাব থেকে সরাসরি তথ্য নেয় যাতে ব্যবহারকারী দৈনিক সংঘটিত প্রত্যেকটি লেনদেন পর্যবেক্ষণ করতে পারে।

ব্যয়ের রেকর্ড:

এই বৈশিষ্ট্যটি প্রতিটি ক্রয়ের সাথে খরচ সংযুক্ত করতে সাহায্য করে। এটা আপনাকে লাভের সূচক এবং প্রতিটি ব্যবসায়িক লেনদেনের আসল খরচ বের করতে সাহায্য করে।

গ্রাহক হিসাবরক্ষণ:

হিসাবরক্ষণ সফটওয়্যার কোডিং এবং প্রতিটি লেনদেনের কোড প্রতিদিন পর্যবেক্ষণের মাধ্যমে কাজ করে। এটা ব্যাংক সমন্বয়সাধন এবং আপনার ব্যবসার কার্যক্রম ও কর্মক্ষমতা মূল্যায়ন করতে সাহায্য করে।

বিল এবং রশিদ সংরক্ষণ:

এই অ্যাপগুলো আপনার অনলাইন বিল এবং রশিদগুলো তাদের স্টোরেজে রাখে এবং আপনাকে কাগজের বিল ও রশিদগুলো রক্ষণাবেক্ষণ করতে হয় না এবং সেগুলো হারানোরও কোন সম্ভাবনা থাকেনা। যখনই প্রয়োজন, আপনি বিল এবং রশিদগুলো পেতে পারেন।

শ্রেষ্ঠ মোবাইল হিসাবরক্ষণ অ্যাপটি বেছে নেয়ার সময় লক্ষণীয় বিষয়সমূহ

বাজারে ইতিমধ্যেই মোবাইলের জন্য প্রচুর হিসাবরক্ষণ সফটওয়্যার আছে। আপনাকে সেগুলোর মধ্যে থেকে বেশ সতর্কতার সাথে বেছে নিতে হবে। নিচের বিষয়গুলোর দিকে খেয়াল রাখুন যেমন:

  • ব্র্যান্ডটির বিশ্বাসযোগ্যতা এবং খ্যাতি,
  • অ্যাপটির কি একটি যথার্থ মূল্য পরিশোধ গেটওয়ে আছে,
  • আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়,
  • আপনার সব লেনদেন যথার্থভাবে সংরক্ষণ করে,
  • আপনার করগুলো ফাইল করে,
  • ব্যাংক সমন্বয়সাধনে সাহায্য করে,
  • পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করে,
  • বিল করতে এবং ইনভয়েসিং-এ সাহায্য করে,
  • বিল এবং ইনভয়েসগুলোর সময়ের খোঁজ রাখে।

উপরোল্লেখিতগুলো কিছু উল্লেখিত বিষয় যেগুলো এ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য আপনার কাঙ্খিত মোবাইল অ্যাপটি বেছে নেয়ার সময় বিবেচনা করা প্রয়োজন। কিন্তু এতোগুলো মানদন্ড পূরণ করবে এমন একটি অ্যাপ খুঁজে বের করাটা আপনার জন্য একটা কষ্টসাধ্য কাজ হয়ে যাবে। নিচের তালিকাটি তৈরি করে আমরা আপনাদের কাজটি সহজ করে দিয়েছি। শুধু এগুলো থেকে শ্রেষ্ঠটি বেছে নিন যেটা আপনার প্রয়োজনীয়তাগুলো পূরণ করে। 

এ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য শীর্ষ ৫টি মোবাইল হিসাবরক্ষণ অ্যাপ

চলুন শীর্ষ মোবাইল হিসাবরক্ষণ অ্যাপগুলো দেখে নেয়া এবং আলোচনা করা যাক: 

১. ক্যুইকবুক্স অনলাইন

প্রায় ২৮ বছর বা তার চেয়েও বেশী সময় ধরে ক্যুইকবুক্স প্রায় ৭ মিলিয়ন মানুষের একটি বিশাল ব্যবহারকারীসহ এই শিল্পটির নেতৃত্ব দিচ্ছে। ব্যয় এবং আয়গুলোর খোঁজ রাখুন, ইনভয়েস তৈরি করুন, আপনার বিক্রয় করের খোঁজ রাখুন, এবং নগদ প্রবাহের ব্যবস্থাপনা করুন। এই অ্যাপটির চমৎকার ব্যয় ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো আপনাকে তথ্য প্রতিবেদনগুলো তৈরি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টগুলো পর্যবেক্ষণ এবং লাভ পরিমাপ করতে দেয়। এটার চারটি প্যাকেজ আছে যা আপনার সব ব্যবসায়িক প্রয়োজনীয়তাগুলো যথাযথভাবে পূরণ করবে। 

মজার ব্যাপার হলো, তারা আপনাকে প্রথম তিন মাস একটি ৫০% ছাড় দেবে। আপনি যদি এমন একটি অ্যাপের সাথে পরিচিত না হয়ে থাকেন তবে, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোর সাথে এর পরিষ্কার ইন্টারফেসটি আপনার জন্য হবে উপযুক্ত একটি পছন্দ । “সিম্পল স্টার্ট” প্যাকেজটির জন্য আপনার প্রতি মাসে ২,৫২৫টাকা এবং একটি ছাড়সহ ১২১২ টাকা খরচ পড়বে। “প্লাস” প্যাকেজটি এর ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যা আপনাকে ইনভেন্টরির খোঁজ রাখতে দিবে এবং বিল ব্যবস্থাপনা করতে দেবে একটি ছাড়সহ প্রতি মাসে ৩৫২৫ টাকা খরচে। 

আবার, অ্যাডভান্স্ড প্যাকেজটির জন্য প্রতি মাসে ৭৫৭৫ টাকা খরচ পড়ে। এটা আপনাকে অসংখ্য অতিরিক্ত বৈশিষ্ট্য দেবে যেমন ব্যাচিং ইনভয়েস, ব্যবসার ইনসাইট বা অন্তর্দৃষ্টি, একটি নিবেদিত হিসাবরক্ষণ দল, এবং স্বয়ংক্রিয় কর্মপ্রবাহ। বিভিন্ন অ্যাপ সমন্বিত করুন যেমন প্যেপাল এবং বিশেষজ্ঞদের সাথে একটি সরাসরি হিসাবরক্ষণ সেশনে অংশগ্রহণ করুন। আপনি যদি তাদের ছাড় এবং অফারগুলোতে প্রভাবিত না হন, তবে এর ৩০ দিনের বিনামূল্য ট্রায়াল প্যাকটি ব্যবহার করুন।

ইতিবাচক দিক:

  • ব্যবহারকারী-বান্ধব এবং স্বজ্ঞাত ব্যবহারকারী ইন্টারফেস।
  • আর্থিক প্রক্রিয়াগুলো ব্যবস্থাপনার জন্য ড্যাশবোর্ড সহযোগিতা পান।
  • ইনভয়েসের জন্য সহজ কাস্টমাইজযোগ্য কাঠামো এবং বিন্যাস।
  • আপনার স্মার্টফোন বা ট্যাবে অন্য যেকোন অ্যাপের সাথে সমন্বয়সাধন করুন।

নেতিবাচক দিক:

  • প্রাথমিক পর্যায়ে, বিভিন্ন মডিউলের মধ্যে চলাচল কঠিন।

২. ফ্রেশবুক্স

এই অ্যাপটির সাহায্যে ইনভয়েস তৈরি করুন, ই-স্বাক্ষর, বিলম্বিত সময়সূচী ফি গ্রহণ করুন, হিসাব করুন, অনবোর্ড পরিষেবা, অসীমিতভাবে সময় এবং খরচের খোঁজ রাখুন, এবং আরও অনেক কিছু করুন। আপনার বাছাইকৃত পরিকল্পনাটির ওপর ভিত্তি করে বিভিন্ন গ্রাহকদের ব্যবস্থাপনা করুন। বিভিন্ন ব্যবসায়িক অত্যাবশ্যক যেমন জিমেইল, স্ল্যাক, মেইলচিম্প, এবং এমন আরও অনেক কিছুর সাথে সমন্বিত করুন। পৃথিবীর ৬০টিরও বেশী দেশে এই অ্যাপটির ২৪ মিলিয়ন ব্যবহারকারী আছে। 

ফ্রেশবুক্স দাবী করে যে, এই অ্যাপটি ব্যবহার করে একজন ব্যবসায়ী ১৯২ ঘন্টা পর্যন্ত হিসাবরক্ষণের কাজ বাঁচাতে পারে। ইনভয়েস তৈরি করুন, ডিজিটাল রশিদ প্রস্তুত করুন, এবং আরও অনেক কিছু। এই অ্যাপটির সম্পূর্ণ গাইডটি আপনার নির্দিষ্ট প্রয়োজন এবং এর যথার্থ ব্যবহারের জন্য উপযুক্ত পরিকল্পনাটি নির্বাচন করা সহজ করে দেয়। প্রথম ছয় মাসের জন্য একটি ৬০% ছাড় উপভোগ করুন, এবং তাদের প্লাস সাবস্ক্রিপশনের জন্য আপনাকে মাত্র ৭৫৭.৫০ টাকা দিতে হবে । তাদের একটি ৩০-দিনের বিনামূল্য ট্রায়াল ভার্শনও আছে।

ব্যবসাগুলো, কন্ট্রাক্টর, এবং বিভিন্ন পেশাদারেরা এই অ্যাপটি ব্যয় সংগঠিত করতে এবং রশিদের ব্যবস্থাপনা করতে ব্যবহার করে থাকে। আপনি সহজেই এই অ্যাপটির মাধ্যমে ইনভয়েস তৈরি এবং এর খোঁজ রাখতে পারবেন। ফ্রেশবুক্স কথোপকথোন, ফাইল, এবং মতামত ব্যবস্থাপনার মতো বিভিন্ন ধরনের কাজের সহযোগিতার সরঞ্জাম প্রদান করে। 

ইতিবাচক দিক:

  • এটা আসল সময়ে ইনভয়েসের খোঁজ রাখে।
  • সহজ বাস্তবায়ন এবং ক্লাউড সহযোগিতা নিশ্চিত করে। 
  • কাস্টমাইজেবল টেমপ্লেটের মাধ্যমে ইনভয়েস ব্যবস্থাপনা করুন।
  • স্বয়ংক্রিয়ভাবে খরচগুলো ইমপোর্ট করুন। 

নেতিবাচক দিক:

  • বিশাল পরিমাণের তথ্য ব্যবস্থাপনা করার সময় ধীর গতিতে কাজ করে।

৩. যেরো

যেরো আপনাকে বাকি বিল পরিশোধ, খরচ দাবি, মূল্য গ্রহণ, ইনভয়েস স্বয়ংক্রিয়, ব্যাংক সমন্বয়সাধন, খরচ ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, পণ্য এবং সেবার কর হিসাব, এবং উল্লেখিত সময়ের জন্য অস্থায়ী কর পরিশোধ, এবং আরও অনেক কিছু করতে দেয়। আপনি বিক্রয়, ইনভয়েস, ইমেইল, এবং মূল্য পরিশোধের একটি সম্পূর্ণ ইতিহাস পাওয়ার জন্য আপনার যোগাযোগগুলোর ব্যবস্থাপনা করতে পারেন। পুরো পৃথিবীতে এর ২ মিলিয়নেরও বেশী ব্যবহারকারী আছে। আপনি যদি একজন অনভিজ্ঞ হয়ে থাকেন, আপনার এর পরিচালনা পদ্ধতিটি কিছুটা কঠিন মনে হতে পারে, কিন্তু তাদের গ্রাহক সেবা থেকে আপনি ২৪/৭ সহযোগিতা পাবেন।

তাদের স্টার্টিং প্যাকটির জন্য আপনাকে প্রতি মাসে ২,০২০ টাকা, তাদের স্ট্যান্ডার্ড পরিকল্পনাটির জন্য প্রতি মাসে ৩,০৩০ টাকা এবং তাদের প্রিমিয়াম পরিকল্পনাটির জন্য প্রতি মাসে ৪,০৪০ টাকা পরিশোধ করতে হবে। আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করছে কিনা তা পরীক্ষা করার জন্য আপনি ৩০ দিনের জন্য একটি বিনামূল্য ট্রায়াল ভার্শনও ব্যবহার করতে পারেন। আপনি প্রকল্পের খোঁজ রাখার এবং খরচ দাবি করার বৈশিষ্ট্য যোগ করার মাধ্যমে এই পরিকল্পনাটিকে কাস্টমাইজ করতে পারেন। 

ইতিবাচক দিক:

  • এর শক্তিশালী ড্যাশবোর্ড থেকে বকেয়া এবং ওভারডিউ ইনভয়েস পর্যবেক্ষণ করুন।
  • আনলিমিটেড সফটওয়্যার আপডেট।
  • পরিষ্কার হিসাবরক্ষণ ইন্টারফেস।
  • চমৎকার একাধিক-মুদ্রা সহযোগিতা।

নেতিবাচক দিক:

  • আপনি গ্রাহক বিক্রয় সহযোগিতা পাবেন না।
  • আপনি জার্নাল এন্ট্রি করতে পারবেন না।

৪. যোহো বুক্স

যোহো বুক্স আপনার ব্যবসার কার্যপ্রবাহকে স্বয়ংক্রিয় করবে এবং দৈনিক লেনদেনগুলো ব্যবস্থাপনা করবে। এই অ্যাপটি গত দশ বছর ধরে এর স্বতন্ত্র স্থান তৈরি করেছে। এটা আপনাকে ইনভয়েস তৈরি করতে, আপনার বিক্রয় কর হিসাব করতে, অডিট রিপোর্ট তৈরি করতে, এবং আরও অনেক কিছু করতে সাহায্য করে। আপনি সহজেই এটাকে আপনার অন্যান্য ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো এবং জনপ্রিয় সাইটগুলো যেমন জি সাইট, স্ট্রাইপ, অফিস ৩৬৫, এবং তাদের নিজস্ব-প্রস্তুতকৃত বহু অ্যাপগুলোর সাথে সমন্বিত করুন। 

প্যেইড সাবস্ক্রিপশনগুলো আপনার কোম্পানির জন্য প্রতি মাসে মাত্র ২,০২০ টাকা দিয়ে শুরু হয়। প্রোফেশনাল সাবস্ক্রিপশনটির জন্য আপনার প্রতি মাসে ৫,০৫০ টাকা খরচ হবে, এবং প্রিমিয়াম পরিকল্পনাটির জন্য খরচ হবে প্রতি মাসে ৭,৫৭৫ টাকা। 

ইতিবাচক দিক:

  • সহজেই একাধিক গ্রাহকদেরকে দেখুন এবং ব্যবস্থাপনা করুন। 
  • মসৃণভাবে বিলগুলো ব্যবস্থাপনা করুন।
  • সামঞ্জস্যপূর্ণ ইনভয়েস প্রস্তুতকরণ প্রক্রিয়া।
  • সেটআপ প্রক্রিয়াটি ঝামেলামুক্ত এবং সাধারণ।

নেতিবাচক দিক:

  • আপনি কোন পেরোল মডিউল পাবেন না।
  • ধারণক্ষমতা সীমিত।

৫. হিসাবপাতি

হিসাবপাতি বাংলাদেশে তৈরি একটি সহজ ও সাশ্রয়ী হিসাব রাখার সফটওয়্যার। বাংলাদেশে আরও অনেক মোবাইল হিসাবরক্ষণ অ্যাপ আছে। কিন্তু এগুলোর বেশিরভাগই শুধু অনলাইনে বা ইন্টারনেট থাকলে ব্যবহার করা যায়। যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, হিসাবপাতি অ্যাপটি আপনি অফলাইন এবং অনলাইন উভয় মোডেই ব্যবহার করতে পারবেন। এবং এর ব্যাকগ্রাউন্ডে তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হয়ে বিভিন্ন ডিভাইসে আপডেট হয়ে যায়। এটি হিসাবরক্ষণের জন্য বাংলাদেশের অন্যতম সেরা মোবাইল অ্যাপ। 

আপনি এই হিসাবরক্ষণ অ্যাপটি ইংরেজী এবং বাংলা উভয় ভাষাতেই এবং বিভিন্ন ডিভাইসে যেমন- স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, এবং ডেস্কটপে ব্যবহার করতে পারবেন। হিসাবপাতি’তে আপনি কিছু চমৎকার ফিচার পাবেন। যেমন- আনলিমিটেড পণ্য ও পার্টি যোগ করার সুবিধা, ক্রয় এবং বিক্রয় সহ সকল লেনদেনের রেকর্ড রাখার সুবিধা, খরচ বা ব্যয় পরিচালনার সুবিধা, বিভিন্ন রিপোর্টর, এবং প্রয়োজন মতো সেটিংস পরিবর্তনের সুবিধা। 

মাত্র ৯৯ টাকা থেকে সাবস্ক্রিপশন ফি শুরু:

হিসাবপাতি অ্যাপটির সাবস্ক্রিপশন ফি ছোট ব্যবসায়ীদের সামর্থের কথা মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে। হিসাবপাতি’র সাবস্ক্রিপশন ফি মাসিক ও বাৎসরিক দুটি মেয়াদে এবং তিনটি সুলভ প্যাকেজে ভাগ করে নির্ধারণ করা হয়েছে।

০১. বেসিক প্যাকেজ: বেসিক প্যাকেজটি সম্পূর্ণ ফ্রি!

০২. প্রিমিয়াম প্যাকেজ: প্রিমিয়াম প্যাকেজের মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ৯৯ টাকা। এবং বাৎসরিক সাবস্ক্রিপশনে আছে ১৭% ডিসকাউন্ট! এতে এক বছরে খরচ পড়বে মাত্র ৯৯৯ টাকা!

০৩. বিজনেস প্যাকেজ: বিজনেস প্যাকেজর মাসিক সাবস্ক্রিপশন ফি মাত্র ১৯৯ টাকা! এবং বাৎসরিক সাবস্ক্রিপশনে প্রিমিয়ামের মতোই আছে ১৭% ডিসকাউন্ট! তাই এক বছরে খরচ পড়ছে মাত্র ১৯৯০ টাকা!

হিসাবপাতি অ্যাপের সকল প্যাকেজের ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে আজই বেছে নিন আপনার পছন্দের প্যাকেজটি!

ইতিবাচক দিক:

  • সহজে ব্যবহারযোগ্য এবং সাশ্রয়ী হিসাব রাখার অ্যাপ।
  • সব ধরনের  ব্যবসায়িক লেনদেনের রেকর্ড রাখুন এবং ব্যবস্থাপনা করুন।
  • আপনার ব্যবসার ব্যয় পরিচালনাকেও সহজ করে।
  • যেহেতু আপনার সব হিসাব আপডেটেড থাকে, কর ফাইলিং করা তাই সহজ হয়ে যায়।
  • ব্যবসার ডেটা বা তথ্যের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষার নিশ্চয়তা দেয়।
  • স্বয়ংক্রিয় সিঙ্ক বৈশিষ্ট্যটি উপভোগ করুন।
  • এটা মোবইলের জন্য শ্রেষ্ঠ বিনামূল্য হিসাবরক্ষণ অ্যাপ।
  • একাধিক ব্যবসা পরিচালনার সুবিধা।
  • একাধির ইউজার বা ব্যবহারকারী নিয়োগের সুবিধা।

নেতিবাচক দিক:

  •  যেহেতু এটি একটি অ্যাপ, তাই হিসাবপাতি’র উন্নয়নে কাজ সবসমেই চলমান!

শেষ কথা:

এখন, আপনি নিশ্চয়ই এ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য শ্রেষ্ঠ মোবাইল হিসাবরক্ষণ অ্যাপ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। তাই, এমন একটি অ্যাপ পছন্দ করুন যা আপনার ব্যবসার সব প্রয়োজনীয়তাগুলো পূরণ করে এবং আপনার বাজেটের সঙ্গেও মিলে যায়।

Search
সাম্প্রতিক পোস্টসমূহ
আজই আমাদের অ্যাপ ডাউনলোড করুন
অনলাইন বা অফলাইনে যেকোন জায়গা থেকে সহজেই আপনার দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন পরিচালনা করুন।