হিসাবপাতি’তে ব্যবহারকারী বা ইউজার অ্যাড করার প্রক্রিয়াটি সহজ তিনটি ধাপে সস্পন্ন করুন:
- আপনি যে ব্যক্তিকে ইউজার হিসেবে অ্যাড করতে চান তাকে অ্যাপ ডাউনলোড করে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
-
এবার আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সেই ব্যক্তির মোবাইল নম্বরটিকে ইউজার হিসেবে অ্যাড করে দিন। এক্ষেত্রে:
ওয়েব অ্যাপ থেকে অ্যাড করতে চাইলে:ওয়েব অ্যাপের মেন্যু থেকে ‘ইউজার/ব্যবহারকারী’ পেজে গিয়ে নতুন ইউজার অ্যাড করতে পারবেন।
মোবাইল অ্যাপ থেকে অ্যাড করতে চাইলে: অ্যাপের মেন্যু থেকে ‘ইউজার/ব্যবহারকারী’ পেজে গিয়ে নতুন ইউজার অ্যাড করতে পারবেন। - এখন ইউজার তার অ্যাকাউন্টে লগইন করলেই একটি সুইচ বাটন দেখতে পাবেন।
- নিচের ছবিতে ওয়েব অ্যাপের সুইচ বাটন কোথায় দেখা যাবে সেটা দেখানো হলো:
- নিচের ছবিতে মোবাইল অ্যাপের সুইচ বাটন কোথায় দেখা যাবে সেটা দেখানো হলো:
- সুইচ বাটনে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠান এবং ইউজার যে প্রতিষ্ঠানের নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা থাকবে। ইউজারকে প্রথমবার আপনার প্রতিষ্ঠান নির্বাচন করে নিতে হবে। এখন সেই ব্যক্তি যেকোনো সময় আপনার প্রতিষ্ঠানে সুইচ করে ইউজার হিসেবে কাজ করতে পারবেন।