হিসাবপাতি’তে দোকানের ম্যানেজার নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করতে বা অ্যাক্সেস করতে পারবেন:
- সমস্ত লেনদেন (ক্রয়-বিক্রয়) অ্যাড এবং এডিট করতে পারবেন।
- যেকোনো ব্যয় অ্যাড এবং এডিট করতে পারবেন।
- ম্যানেজারের কাছে ডিফল্টভাবে কোনো লেনদেন ডিলিট করার বা মুছে ফেলার অ্যাক্সেস থাকবে না। তবে মালিক চাইলে সেটিংস থেকে অ্যাক্সেস দিতে পারবেন।
- ম্যানেজার ডিফল্টভাবে সমস্ত সাধারণ রিপোর্ট অ্যাক্সেস করতে পারবেন (কিছু নির্বাচিত রিপোর্ট ব্যতীত*)। তবে মালিক চাইলে সেটিংস থেকে কোনো নির্দিষ্ট রিপোর্ট বা কিছু রিপোর্টের অ্যাক্সেস অন/অফ করতে পারবেন।
*ম্যানেজার কিছু রিপোর্ট কখনোই দেখতে পারবেন না, যেমন- মুনাফা-ক্ষতি, ব্যালেন্স শিট, আইটেম বা পণ্য অনুযায়ী লাভ-ক্ষতি, পার্টি অনুযায়ী লাভ-ক্ষতি।